Thursday, March 27, 2014
হ্রদের নিচে দেখা মিললো প্রাচীন গির্জার
৫০০ খ্রিস্টাব্দের এক গির্জার সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। ব্যাপার অবশ্য তা নয়। ব্যাপার হচ্ছে গির্জাটি পাওয়া গিয়েছে একটা হ্রদের নিচে। তুরস্কের বুর্সা শহরের ইজনিক হ্রদের নিচে মিলেছে এ প্রাচীন গির্জার দেখা। Bursa Uludag Universityর প্রফেসর মুস্তাফা শাহীন জানান, যখন তারা খনন কাজ চালাচ্ছিলেন তখন সাগর থেকে ২০ মিটার নিচে গির্জার অংশ বিশেষ দেখা যায়।বাইজেন্টাইন সাম্রাজ্যের নিয়ে যারা কাজ করছেন তারা চেষ্টা করছেন এটা বের করতে যে এ গির্জাটি কারা তৈরি করেছে। অনেকে ধারণা এটা সেন্ট পিটার্স চার্চের অংশ বিশেষ, যার কথা উল্লেখ ছিল অনেক ধর্মীয় গ্রন্থে। এ সংক্রান্ত তথ্য গবেষকরা বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment