ইন্দোনেশিয়ার দুর্গম দ্বীপে এক নতুন প্রজাতির ‘পায়ে হাটা’ হাঙ্গরের সন্ধান পাওয়া গেছে। হাঙ্গরটি ২৭ ইঞ্চি লম্বা। এটা শুধু যে পায়ে হাটতে পারে তাই নয় বরং এটা পুরোপুরি সাঁতার কাটতেও সক্ষম।হাঙ্গর হলেও এটা মানুষের জন্য মোটেই ক্ষতিকারক নয় বলে ধারনা করছেন জীববিজ্ঞানী মার্ক এর্ডম্যান। মার্ক দীর্ঘদিন যাবত সামুদ্রিক প্রানি গবেষণার সাথেও জড়িত। ইন্দোনেশিয়ার হাল মাহেরা উপকূলীয় এলাকায় এটি পাওয়া যায়।
No comments:
Post a Comment