আজব পৃথিবী

Saturday, March 22, 2014

ক্যাফে মিঁয়াও

এবার ইতালির তুরিন শহরে উদ্বোধন হতে যাচ্ছে বিড়ালদের জন্য উপযোগী ক্যাফে। যার নাম রাখা হয়েছে ইতালীয় ভাষায় ‘মিয়াগোলা ক্যাফে’ বা ‘ক্যাফে মিঁয়াও’। তবে শুধু বিড়াল নয় এতে খেতে আসতে পারবেন মানুষরাও।ক্যাফেটিতে বড়দের পাশাপাশি শিশুদের জন্যও থাকছে ব্যবস্থা যাতে তারা খেলতে পারে বিড়ালদের সঙ্গে এবং আরো জানতে পারে প্রাণীদের সম্পর্কে।

ক্যাফেটির মালিক অ্যান্দ্রিয়া লিভিন জানান, আশা করছি এই ক্যাফে অবাঞ্ছিত বিড়ালদের থাকার একটা জায়গা হবে। একইসঙ্গে এখানে আসা কাস্টমারদের প্রাণীদের সম্পর্কে আরো শ্রদ্ধাশীল করবে। তিনি বলেন, ‘আমি এই ক্যাফেটা খুলেছি একটা বার্তা দেয়ার জন্য। বার্তাটা হলো, আমরা বিড়ালদের বিপদ থেকে বাঁচাই।’শুধু তাই নয়, বিড়ালপ্রেমী অ্যান্দ্রিয়া লিভিন পরিকল্পনা করেছেন ক্যাফেটিতে বড় স্ক্রিনে প্রাণীদের পোষ্য নেয়ার তথ্য সম্পর্কিত ভিডিও দেখানোরও।

উল্লেখ্য, শুধু ইতালিতেই প্রথম নয় বিড়ালদের ক্যাফে এরইমধ্যে জাপানেও ভিষণ জনপ্রিয়। শুধুমাত্র টোকিও শহরেই নাকি এমন শতাধিক ক্যাফে আছে। এছাড়া এই প্রচলন নাকি ক্রমশ ছড়িয়ে পড়ছে চীন, তাইওয়ান, অস্ট্রেলিয়াতেও।
 আপাত দৃষ্টিতে এ ধরনের ধারণাকে হাস্যকর মনে হলেও বিশেষজ্ঞগণ বলেন ভিন্ন কথা। তারা বলছেন, বিড়ালের আওয়াজ কিংবা প্রাণীদের সঙ্গে খেলা দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে।

No comments:

Post a Comment