মাত্র ১২ বছর বয়সে সন্তানের বাবা হয়ে আলোচনার ঝড় তুলেছেন ব্রিটিশ নাগরিক সেন স্টুয়ার্ট। সেন ও তার ১৬ বছর বয়সী মেয়ে বন্ধু এমা ওয়েবস্টার একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। সেন এবং এমা ব্রেডফোর্ডশায়ারে প্রতিবেশী ছিলেন। পরবর্তীতে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তার কিছুদিন পর এমা অন্তসত্ত্বা হয়ে পড়েন।সেন বিউফোর্ট স্কুলে ৭ম গ্রেডের ছাত্র ছিলেন। এমা শার্নব্রুক আপার স্কুলে জিসিএসই করছিলেন। এমা বলেন যে, আমি যখন সেনের সঙ্গে মিলিত হয়েছিলাম আমি ভেবেছিলাম সেন আমার সমবয়সী।
No comments:
Post a Comment