আজব পৃথিবী

Wednesday, March 26, 2014

বলিউডের ৫ জনপ্রিয় অভিনেত্রী, যারা স্নাতক পাশ নন

বলিউডের রূপালী পর্দায় আমরা যেসকল অপরূপ অভিনেত্রীদের দেখে থাকি তাঁদের বাস্তব জীবন কেমন, তা কি আমরা জানি? চটপট ইংরেজি বলা দেখে সকলেই ধরে নেই তাঁরা বেশ উচ্চ শিক্ষিত। আমরা যারা সাধারণ মানুষ তারা সকলেই সব কিছুর আগে পড়ালেখার দিকটা দেখি। এমনকি যে কোনো অভিভাবক নিজেদের অসুবিধা করে হলেও সন্তানের পড়ালেখাকে গুরুত্ব দেন বেশি। কিন্তু বেশিরভাগ রূপালী পর্দার জনপ্রিয় শিল্পীরাই খ্যাতির কাছে বিসর্জন দিয়েছেন তাদের পড়ালেখাকে। নায়িকাদের তালিকায় আছেন, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে অনেকেই। কারিশমা কাপুর তো স্কুলের গণ্ডিটাও পার করতে পারেন নি। এসব নায়িকাদের নিজের "আইডল" ভাবার আগে একটু ভাবুন, সত্যি কি তাঁরা যোগ্য সেই অবস্থানে।

কারিনা কাপুর
ছোটবেলা থেকেই পড়ালেখায় বেশ কম পারদর্শী ছিলেন সাইফ আলী খানের বর্তমান জীবনসঙ্গিনী ‘কারিনা কাপুর’। কৈশোর পার হতে না হতেই বর্তমানের এই জনপ্রিয় নায়িকার মনে ধরে রূপালী পর্দার রঙ। এবং ২০ বছর বয়সেই পড়ালেখা ফেলে শুরু করেন নিজের অভিনয় জীবন। তিনি ‘মিথিবাই’ কলেজে কমার্সে পড়ে ‘গভর্নমেন্ট ল’ কলেজে’ মাত্র ১ বছর পড়ে পড়ালেখার পাট চুকিয়ে ফেলেন।

ঐশ্বরিয়া রায় বচ্চন
বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের ঝুলিতে অনেক ব্লকব্লাস্টার মুভি থাকলেও নেই কোনো স্নাতক ডিগ্রি। তিনি প্রথমে ‘জয় হিন্দ’ নামের একটি কলেজে ভর্তি হন কিন্তু ১ বছরের মাথায় আর্কিটেকচার নিয়ে পড়ার জন্য কলেজ পরিবর্তন করেন। কিন্তু এরপর তিনি মডেলিং এবং সিনেমায় কাজ করা শুরু করেন পড়ালেখা গুটিয়ে রেখে।

দীপিকা পাড়ুকোন
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমায় কলেজের টপ ছারতাত্রীর চরিত্রে অভিনয় করলেও দীপিকা পাড়ুকোন বাস্তব জীবনে তিনিও নেন নি কোনো স্নাতক ডিগ্রি। তিনি ‘মাউন্ট কারমেল’ কলেজে ভর্তি হলেও শেষ করেন নি লেখাপড়া।

প্রিয়াঙ্কা চোপড়া
হাজার হাজার ছেলের হৃদয় কাঁপানো বিশ্ব সুন্দরী এই জনপ্রিয় নায়িকার ক্ষেত্রেও ঘটে একই কাহিনী। ‘ক্রিমিনাল সাইকোলজিস্ট’ হওয়ার আশা নিয়ে ‘জয় হিন্দ’ কলেজে ভর্তির পরপরই তিনি নাম লেখান বলিউডের রঙিন দুনিয়ায়। ব্যস্ততার কারণে আর সময় করে উঠতে পারেননি পড়ালেখার।

কারিশমা কাপুর
কাপুর বংশের মধ্যে সর্বপ্রথম যিনি স্নাতক ডিগ্রি অর্জন করতে পারেন নি তিনি হচ্ছেন কারিশমা কাপুর। সব চাইতে দুঃখজনক ব্যাপার হলো বলিউডের সকল নায়িকাদের মধ্যে একমাত্র তিনিই স্কুল জীবনের গণ্ডি পার করতে পারেন নি। মাত্র ১৬ বছর বয়সে পড়ালেখা বন্ধ করে বলিউডের রঙিন পৃথিবীতে পা রাখেন এই নায়িকা।

No comments:

Post a Comment