আজব পৃথিবী

Tuesday, March 25, 2014

প্রেমিকের চেয়ে কুকুরের সঙ্গই ভালো

মার্কিন অভিনেত্রী আমান্ডা সেফ্রিড বলেছেন, লজ্জা থাকা নারীর জন্য ক্ষতিকর।অন্যদিকে অভিনেতা জাস্টিন লংয়ের প্রেম করার কথা অস্বীকার করেছেন আমান্ডা সেফ্রিড। প্রেমিকের চেয়ে পোষা কুকুরের সঙ্গই বেশি ভালো লাগে বলে জানিয়েছেন আমান্ডা। দ্য টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি একা। এর জন্যই আমি খুশি। প্রেমিকের পরিবর্তে আমার একটি কুকুর আছে।” আমান্ডা তার বাসায় কুকুর ছাড়াও ঘোড়া, মুরগী, নেকড়ে বাঘ পোষেন। তবে কুকুরকেই বেশি পছন্দ করেন তিনি। মৃত প্রাণীর চামড়া সংরক্ষণ করতে ভালোবাসেন ২৭ বছর বয়সী এ অভিনেত্রী। অবাক হওয়ার কিছু নেই। অবিশ্বাস হলেও আপনাকে বিশ্বাস করতে হবে যে আমেরিকান হার্টথব অভিনেত্রী আমান্ডা এখন নিয়মিত পর্নো ছবি দেখেন। আমান্ডা মনে করেন পর্নো ছবি দেখার মধ্যে একটা লুকোছাপা আছে। চক্ষুলজ্জা আছে। গোপন ব্যাপার-স্যাপার আছে। কিন্তু আমান্ডা সেফ্রায়েড এসবের ধার ধারেন না। তাইতো তিনি খোলাখুলিই বলছেন, হ্যাঁ, আমি পর্নো ছবি দেখেছি। না, এতে করে আমান্ডার ভক্তদের চোখ কপালে তুলে দেওয়ার কোনো কারণ নেই। কারণ মার্কিন এই অভিনেত্রী পর্নো দেখেছেন যুক্তিসঙ্গত কারণেই। পর্নো তারকা লিন্ডা লাভলেসের জীবনী নিয়ে একটি ছবি বানানো হচ্ছে। তাতে লাভলেসের চরিত্রে অভিনয় করবেন আমান্ডা। সেই চরিত্রটির সঙ্গে নিজেকে মানিয়ে নিতেই পর্নো দেখার এই আয়োজন! লাভলেসের প্রায় সব পর্নো ছবিই দেখে ফেলেছেন আমান্ডা। এর মধ্যে আছে ১৯৭২ সালের সেই আলোচিত ডিপ থ্রোট ছবিটি। আমান্ডা অবশ্য বলছেন, এসব ছবি অনেক বেশি অতিনাটুকে। অনেক অদ্ভুত, স্বাভাবিক নয়। খুবই হাস্যকর। এই ছবিটা তার মধ্যে সবচেয়ে হাস্যকর। লাভলেস চরিত্রে অভিনয় করতে গিয়ে শুটিংয়ে আমান্ডাকেও কিছু পর্নো দৃশ্যে অভিনয় করতে হয়েছে।


No comments:

Post a Comment