গিনেজ বুকে স্থান পাওয়া পৃথিবীর সবচেয়ে ছোট বিড়ালটি উচ্চতা হচ্ছে মাত্র ৭ সেন্টিমিটার আর প্রস্থে ১৯ সেন্টিমিটার।
বিড়ালটির নামে হচ্ছে টিংকার টয়। হিমালয়-পারসিয়ান জাতের নীল চোখী মাদী বিড়াল এটি।আমেরিকার ইলিয়নস অঙ্গরাজ্যর টেলরভিল এলাকার ক্যাটরিনা ও স্কট ফোর্বস নামের এক দম্পত্তির পোষা বিড়াল ছিল টিংকার টয়।
টিংকারের জন্ম ২৫শে ডিসেম্বর ১৯৯০ সালে আর মৃত্যু হয় ১৯৯৭ সালে।
No comments:
Post a Comment