চীনের সাংহাই এর এক যুবক সাত তরুণীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে ৭ টি আইফোন চুরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এপ্লিকেশন 'উইচ্যাট' এর মাধ্যমে সম্পর্ক তৈরি করে তিনি এই প্রতারণা করেছেন।
২৬ বছর বয়স্ক এই যুবকের নাম ফেং। ২০১২ সালে 'চাই' নামের এক ২০ বছরের তরুণীর সাথে 'উইচ্যাটে'র মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ওই যুবক। মেয়ে তার প্রতি দুর্বল হয়ে পড়ার পর সে মেয়েটিকে বলে 'তোমার 'আইফোন 4s' যদি ধার দাও তাহলে আমি সম্পর্কে রাজী হবো। মেয়েটি তাকে তার আইফোনটি ধার হিসেবে দিয়ে দেয়। ফেং এরপর 'গুও' নামের আরেক তরুণীর সাথে 'ডেট' করে। ওই তরুণীর সাথে সে একই কৌশল ব্যবহার করে তার 'আইফোন 4s' চুরি করে নেয়। ফেং স্বীকার করেছে যে যে সে সাত তরুণীর কাছে সাতটি আইফোন একই কৌশল ব্যবহার করে নিয়েছে। আইফোন গুলোর মূল্য ১, ৬১০ মার্কিন ডলার।
No comments:
Post a Comment