আজব পৃথিবী

Wednesday, March 26, 2014

হলিউড-বলিউডের বিতর্কিত যত তারকা ও বিতর্কের কারণ

একটি মুদ্রার যেমন দুটি পিঠ থাকে, তেমনি একজন মানুষের ব্যক্তিত্বেরও রয়েছে দুটো দিক। মোট কথা, জগতে সব কিছুরই রয়েছে দুইটি সত্তা, যার একটি সম্পর্কে তো আমরা অবগত কিন্তু অপর পিঠ আমরা কতটুকু জানি? আর অপর পিঠের সেই তথ্যগুলো যদি হয় অবাক করার মতো তবে একেই আমরা বলি “ইনসাইড স্টোরি”। ঠিক তেমনই চাকচিক্যময় গ্ল্যামার জগতেরও উল্টোপিঠ গভীর অন্ধকার এবং একটি অস্পষ্ট গহীন সমুদ্রের মতো। তা হলো বিতর্ক!বিতর্ক খ্যাতির ঠিক উল্টো প্রান্ত। প্রতিনিয়ত আমরা সম্মুক্ষীন হচ্ছি এসব বিতর্কের। ব্যাপক পাঠককুল এবং দর্শকসংখ্যা আকর্ষণের জন্য ট্যাবলোয়েডস এবং মিডিয়ার প্রধান উপাদান হিসেবে বিতর্ক খুব চিত্তাকর্ষক। প্রতিভা এবং প্রাপ্তির বলে সুনাম অর্জনটা যুক্তিযুক্ত, কিন্তু বিতর্কের মাধ্যমে তা অর্জন করাটা প্রকৃত পক্ষে কতটুকু যুক্তিযুক্ত? তবে আপনাদের জন্য আজ নিয়ে হাজির হলাম এমনই সব তারকা যারা পরিচিতি পেয়েছেন বিতর্কের মধ্যে দিয়ে।


মেরিলিন মনরো
হলিউডের সবচেয়ে আবেদনময়ী আইকন হলেন মেরিলিন মনরো। আকর্ষণীয় সব ছবি এবং ভিন্নধর্মী কণ্ঠই তাকে করেছে সবার থেকে আলাদা। স্ক্যান্ডাল, ধনীদের সাথে প্রেমের সম্পর্কের কারণে সংবাদে পরিণত হলেও ‘সাম লাইক ইট হট’র মতো সিনেমাতে এই তারকার অভিনয় শৈলী এবং কমিক প্রতিভা সবার নজর কারতে সক্ষম হয়েছিল। ‘দ্যা মিসফিট’, ‘দ্যা সেভেন ইয়ার ইচ’র মতো ব্যবসা সফল সিনেমা দিয়ে হলিউডে প্রবেশ করা এই রূপসী তারকার মৃত্যুটি ছিল অত্যন্ত আকস্মিক। মাত্র ৩৬ বছর বয়সে বিষ প্রয়োগে মারা হয় মারলিন মনরোকে।


রণবীর কাপুর
বর্তমান সময়ের সব চাইতে বিতর্কিত বলিউড তারকাদের মধ্যে রণবীর সবদিক দিয়েই এগিয়ে। ৩০ বছরের জীবনে প্রায় হাফ ডজনের মতো নারীর প্রেমে পড়েছেন। এসব কিছুই মিডিয়ায় আসা খবর, তবে এর পেছনেও অনেক নারীর প্রেমেই পড়েছেন এই তারকা তাতে কোনো সন্দেহ নেই। তবে সবচেয়ে বেশী সমালোচিত হয়েছেন প্রেমিকা ক্যাটরিনাকে নিয়ে গোপন অভিসারে মাতায়।


প্যারিস হিলটন
প্যারিস হিলটন উত্তরাধিকারীসুত্রে একজন আমেরিকান। তিনি একাধারে টেলিভিশন ব্যক্তিত্ব, ব্যবসায়ী, ফ্যাশন ডিজাইনার, উদ্যোক্তা, মডেল, অভিনেত্রী, প্রযোজক, লেখক এবং গায়ক। হলিউডের এই তারকার জীবন যাপন প্রণালী, একাধিক এবং স্বল্প সময়ের প্রেমের সম্পর্ক গুঞ্জনের বিষয় হয়ে দাঁড়ায়। পরবর্তীতে মাদকাসক্তি এবং বেপরোয়া গাড়ি চালনার কারণে তার লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়। এখানেই শেষ নয় অদ্ভুত এবং অতিরিক্ত মাত্রায় অশালীন পোশাক পরিধানের ইমেজ যখন ক্ষতির মুখে তখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় প্রতিষ্ঠানগুলো। এসব কারণে তেমন কোথাও এই তারকার উপস্থিতি না থাকলেও তাকে নিয়ে খবর বেরোত ঠিকই।


সালমান খান
বলিউডের আরেক “বেডবয়” খেতাবের অধিকারী সালমান খান বারাবরই তার উদ্ধত আচরনের কারণে সমালোচিত হয়েছেন। বেপরোয়া গাড়ি চালনা, প্রেমিকাদের সাথে দুর্ব্যবহার এবং কোন প্রেমই স্থায়ী না হওয়ার দরুন এখনও সবচাইতে বেশী সমালোচিত এই তারকা।

অ্যাঞ্জেলিনা জোলি
যার এক ঝলকেই আপনার হৃৎপিণ্ডটি তার স্বাভাবিক ক্রিয়া বন্ধ করে দেয়, যাকে দেখলেই মনে হয় কী দিয়ে তৈরি এই নারী! হাজারো যুবকের হৃদয় হরণকারী এই নারীটি আর কেউ নন, হলিউডের জনপ্রিয় নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি। বরাবরই ব্র্যাড পিটের সাথে তার লিভ-টুগেদার, সন্তান দত্তক, সর্বোপরি তার "বোল্ড" জীবনযাত্রার কারণে বিতর্কিত সমালোচিত হয়েছেন ব্রেস্ট ক্যান্সারের ভয়ে স্তন কেটে ফেলে দেয়ার পর।

সঞ্জয় দত্ত
বলিউডের "ব্যাডবয়" খেতাবের অধিকারী সবচেয়ে সমালোচিত তারকা সঞ্জয় দত্ত বর্তমানে ৫ বছরের কারাদন্ড ভোগ করছেন। ১৯৯৩ সালে ভারতে মুম্বাই সিরিয়াল বোমা বিস্ফোরণের সময় বেআইনিভাবে অস্ত্র রাখার মামলায় তাকে কারাদণ্ড দেয়া হয়। তবে সম্প্রতি স্ত্রী মান্যতার অসুস্থতার কারণ দেখিয়ে বার বার প্যারোলে মুক্তি নেয়ার কারণে বিতর্কিত হন এই তারকা। বলিউডে প্রবেশের আগেই এই তারকা মাদকাসক্ত ছিলেন এবং এর জন্য তাকে সংশোধন কেন্দ্রেও পাঠানো হয়। পরবর্তীতে একাধিক বিয়ের কারণেও বারবার সংবাদের শিরোনাম হয়েছেন এই তারকা। আর এখন হচ্ছেন রাজনীতির কারণে।


সানি লিওন
বলিউড জগতে কানাডিয়ান পর্ণ তারকা সানি লিওনের আগমন স্বাভাবিকভাবেই নতুন মিডিয়া গসিপে পরিণত হয়। টিভি রিয়্যালিটি শো 'বিগ বস'দিয়ে এই পর্ণ তারকার বলিউড যাত্রা শুরু হয়। এই শো-টিতেই সানি অফার পান হিন্দি ছবি 'জিসম ২' তে প্রধান চরিত্রে অভিনয়ের এবং যথারীতি সম্মতিও জানান এই পর্ণস্টার। তারপরই একে একে সংবাদের শিরোনাম হতে থাকেন সানি লিওন। প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের ইমেজ যেন কিছুতেই পিছু ছাড়ছিল না তার। মুক্তির আগেই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এই চলচ্চিত্রটির কারণ একটাই ভারতীয় চলচ্চিত্রে পর্ণ তারকার উপস্থিতি।


আর্নল্ড শোয়ার্জনেগার
টারমিনেটর খ্যাত তারকা আর্নল্ড শোয়ার্জনেগারের কথা নিশ্চয়ই সবার মনে আছে। তারমতো সুঠাম দেহের অধিকারী হতে চান নিশ্চয়ই। কিন্তু আপনি কি জানেন, আপনার এই স্বপ্নের হিরো হলিউডে প্রবেশের পূর্বে একজন পর্ণস্টার ছিলেন। সেই সময়ে সমকামীদের’দের জন্য প্রকাশিত এক ম্যাগাজিনের প্রচ্ছদের নামকরা মডেল ছিলেন এই সুপারস্টার। তবে যে বিষয়টি সবথেকে যে বিষয়টি সবার সামনে এসেছিল তাহল, বাড়ির কাজের লোকের সাথে এই তারকার অবৈধ সম্পর্ক। শোয়ার্জনেগারের এই অবৈধ সম্পরকতি তাকে আদালত পর্যন্ত নিয়ে যায়। একপর্যায়ে স্ত্রীকে তালাক দিতে বাধ্য হন এই তারকা।

ভীনা মালিক
বিতর্ক আর ভীনা মালিক যেন একে অপরের পরিপূরক। বলিউডে পদার্পণই করেন 'এফএইচএম' ম্যাগাজিনে নগ্ন পোজ দিয়ে। শুধু তাই নয় হাতে ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা 'আইএসআই'র ট্যাটু। ম্যাগাজিনের প্রচ্ছদে এরকম একটি নগ্ন পজ দেয়ায় কড়া সমালোচনার সম্মুখীন হতে হয় এই অভিনেত্রীকে। পরে জোরপূর্বক নগ্ন পোজ দেয়ার কারণ দেখিয়ে 'এফএইচএম' ম্যাগাজিনের বিরুদ্ধে ১০ কোটি রুপির মামলা করেন ভীনা মালিক। তার প্রতিউত্তরে নগ্ন পোজ নেয়ার জন্য ম্যাগাজিনকে প্রলুব্ধ কারায় পাল্টা ২৫ কোটি রুপির মামলা জুড়ে দেয় প্রতিষ্ঠানটি। 

মীরা
মহেশা ভাটের 'নজর' চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় আগমন ঘটে আরেক পাকিস্তানি অভিনেত্রী মীরার। পাকিস্তানি ক্রিকেটার সোয়েব আক্তারের সাথে প্রেমের সম্পর্কটি নিজেই মিডিয়ায় তুলে ধরেন এবং এও বলেন যে জনসম্মুখে তিনি সোয়েবকে চড় মারেন। নিজেকে মিডিয়ায় সরব রাখতে এঁটেছেন নতুন নতুন পন্থা। প্রতিবারই ছবির প্রচারণা এবং মুক্তির আগে উধাও হয়ে যেতেন এই অভিনেত্রী। আর তাতে বিরক্ত হয়ে 'ভারাস' ছবির পরিচালক অজয় যাদব এই নায়িকার বিরুদ্ধে মামলা করেন। শেষ পর্যন্ত উকিল নোটিসই একমাত্র তাকে বোম্বে আসতে বাধ্য করে।

No comments:

Post a Comment