আজব পৃথিবী

Wednesday, March 26, 2014

তারকাদের অদ্ভুত সব অভিব্যক্তি


রূপালি পর্দায় সর্বদাই হৃদয়হরণযোগ্য পোজ দিতেই দেখা যায় তাঁদের। কিন্তু কখনো কি তারকাদের অদ্ভুত চেহারার অভিব্যক্তি গুলো দেখেছেন আপনি? বিশ্বাস করুন আর নাই করুন,বলিউডের রূপসী এবং সুদর্শন সব তারকারা বিভিন্ন সময় ধরা পড়েছেন অদ্ভুত অদ্ভুত মজার সব মুখভঙ্গি করতে গিয়ে। তবে আর দেরি না করে চট করে দেখে নেয়া যাক বলিউড তারকাদের সেই সব মজার মজার মুখের অভিব্যক্তিগুলো! তালিকায় আছেন কাজল হতে কারিনা কাপুর-ক্যাটরিনা কাইফ, অ্যাঞ্জেলিনা জোলি থেকে কেরি পেটি, রণবীর কাপুর হতে আমির খান পর্যন্ত অনেকেই।প্রচ্ছদের ছবিতে দেখুন, ইমরান হাসমি, পরিণীতি চোপড়া এবং আমির খানকে কি অদ্ভুতই না দেখাচ্ছে!


হরিণী চোখের অধিকারী এই নায়িকা তার অভিনয় শৈলী দিয়ে দর্শকের মণিকোঠায় পৌঁছতে সক্ষম হয়ে ছিলেন। ‘দিল ওয়ালে দুলহানিয়া লেজায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হে’র মতো ছবি উপহার দেয়া কাজলকে সবসময়ই সুন্দর অভিব্যক্তিতেই দেখতে আমরা অভ্যস্ত। ডানের ছবিটি দেখে মনে হচ্ছে এখনি কেউ বুঝি বলি হতে যাচ্ছে এই রূপসী নায়িকার হাতে। আবার বাম দিকের ছবিটিতে এই নায়িকার অদ্ভুত অভিব্যক্তিটি প্রকাশ পাচ্ছে।

বলিউডের সুন্দরী নায়িকাদের তালিকার অন্যতম কারিনা কাপুর তার অভিব্যক্তি নিয়ে বরাবরই অত্যন্ত সচেতন। তার সাজগোজ থেকে শুরু করে তার বসার ঢংটিও যেন পূর্ব পরিকল্পিত। কিন্তু মজার ব্যাপার হল এমনও অনেক মুহূর্ত আসে যখন ভেতরকার অভিব্যক্তিটিকে আর লুকিয়ে রাখা সম্ভব হয় না।


কী করছেন হলিউডের এই সুপারস্টার। দেখে মনে হচ্ছে এখনি কাউকে ছুঁড়ে বসবেন হাতের আংটিটি। একটি ছবি দেখেতো মনে হচ্ছে মজাদার কোন কিছু লেগে আছে তার হাতে আর সুযোগ বুঝে সেটি চেটেপুটে খাচ্ছেন এই তারকা।

প্রিয়াঙ্কা চোপড়াকে দেখুন। আনন্দের সহিত ভেংচি কেটে যাচ্ছেন বলিউডের এই আবেদনময়ী নায়িকা।


আলিয়ার ভঙ্গি গুলো মজার, নয় কি!


কানে ধরে কী বলার চেষ্টা করছেন হার্ট থ্রব রণবীর কাপুর। তবে কি প্রেম করবেন না বলে কানে ধরেছেন। নাকি প্রেম করে যাবেন কিন্তু বিয়ের পিঁড়িতে বসবেন না বলে ঠিক করেছেন?

আইপিএল’এ রয়ে যাচ্ছে শিল্পা শেঠীর দল রাজস্থান রয়েল। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে খেলার টান টান উত্তেজনায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না এই অভিনেত্রী। তাই কখনো বিরক্তির কখনো আনন্দের সব অভিব্যক্তি দিয়ে যাচ্ছেন শিল্পা। 

বলুন তো কে এই তারকা? হলিউডের নাকি বলিউডের ? থাক আর ভনিতা না করে বলেই দেই। ইনি আর কেউ নন হলিউডের সঙ্গীত ভুবনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেটি পেরি। কি চিনতে পারছেন না তো!

কী হয়েছে দীপিকা পাডুকোনের মুখে। তার অভিব্যক্তি দেখে মনে হচ্ছে দীপিকার কোনো একটা দুষ্টুমি ধরা পড়ে গেছে।

কি হল ক্যাটরিনা কাইফের? আর এমন চোখে কাকে দেখছেন এই অভিনেত্রী।

লিপ জব করানোর পর যেন তার আসল চেহারাটাও যেন বদলে গিয়েছে ফানি চেহারাতে।

No comments:

Post a Comment