কানাডার কুইবেকে নির্মিত হয়েছে বিশ্বের সবচেয়ে ঠান্ডা হোটেল। নয়নাভিরাম এই হোটেলের নাম ‘ডি গ্ল্যাস’. এর শীতল নকশা দেখে অবাক না হয়ে পারবেন না। শীতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হোটেলটি বেশ যথোপযুক্ত বলে দাবি নির্মাতারা।ভবনের পুরোটাই বরফ আচ্ছাদিত। নির্মাতারা হোটেলটি তৈরি করেছেন একটু ভিন্ন নকশায়। হোটেলের চারদিকে হাজার হাজার টন বরফের খন্ড দিয়ে শৈল্পিকভাবে এটি তৈরি করা হয়েছে।
মূল ফটকে গেলে মনে হবে শীতল অভ্যর্থনার বর্ণিল আয়োজন। বহি:গেটে রয়েছে প্রকান্ড বরফ। ভেতরে রয়েছে জাঁকালো বারকক্ষ। কক্ষের মেঝে ও আশপাশে বরফের উপস্থিতি চোখ ধাঁধানোর মতো।নবদম্পতিদের মধুচন্দ্রিমার জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। এখানে তাদের রোমাঞ্চকর মুহূর্তগুলো স্বরণীয় করে রাখতে পারবেন। এর জন্য ধার্য করা হয়েছে প্রতি রাত জনপ্রতি ৩০ থেকে ৪৫ হাজার টাকা (বাংলাদেশী টাকায়)।ঘুমানোর জন্য রয়েছে বরফের তৈরি বিছানা। যেগুলো উন্নতমানের পশুর চামড়া দিয়ে আচ্ছাদিত। আরও রয়েছে গানবাদ্যের ব্যবস্থা।
No comments:
Post a Comment