আজব পৃথিবী

Sunday, March 23, 2014

সামুদ্রিক নেকড়ে

অদ্ভুত দেখতে এই প্রাণিটিকে বলা হয় সামুদ্রিক নেকড়ে,এটি আসলে এক প্রজাতির নেকড়ে মাছ বা wolffish ।নাম Atlantic wolffish(Anarhichas lupus)।Anarhichas গোত্র আর Anarhichadidae পরিবারের অন্তর্গত এই মাছ সমুদ্রের অদ্ভুত প্রাণীগুলোর একটি। Atlantic wolffish বেশ বড় মাছ,প্রায় ১৫০ সেন্টিমিটার লম্বা আর ১৮ কেজি ওজনের হতে পারে।এর নীলাভ ধুসর শরীর মসৃন আর পিচ্ছিল,পাখনা গোলাকার।সবচেয়ে অদ্ভুত হোল এর দাঁত,এর সামনের দাঁত নেকড়ের মত বড় আর তীক্ষ্ন,পেছনে আরো অনেক পেষণ দাঁত থাকে… Atlantic wolffish পুর্ব আর পশ্চিম অ্যাটলান্টিক সমুদ্রের ৭৬-১২০ মিটার গভীর আর ঠান্ডা জলে পাওয়া যায়।

No comments:

Post a Comment