আজব পৃথিবী

Thursday, March 27, 2014

ছয়শত বছরের পুরানো সেতুর সঙ্গে বিয়ে!

সেতুর স্পন্দন সংগ্রহ করতে গিয়ে নিজেই সেতুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অস্ট্রেলিয়ার এক শিল্পী। গত ১০বছর ধরে সেতুর স্পন্দন সংগ্রহের মাধ্যমে তিনি ‘সিঙ্গিং ব্রিজ’ নামে একটি গানের প্রকল্পের কাজ করছেন। সমপ্রতি ফ্রান্সের দক্ষিণে অবস্থিত ছয়শত বছরের পুরানো লি পন্ট ডি ডায়াবল নামের একটি সেতুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। খবর দ্য হাফিংটন পোস্টের।

অস্ট্রেলিয়ার বাসিন্দা জোদি রোজি নামের এই শিল্পীর বিয়ের অনুষ্ঠানে ১৪ জন অতিথি উপস্থিত ছিলেন। যাদের মধ্যে একটি শহরের মেয়রও ছিলেন। বর-কনের পোশাকও ছিল জাঁকজমকপূর্ণ। যদিও ফ্রান্সে এ ধরনের বিয়ের স্বীকৃতি নেই। আর তাই রোজি বলেছেন, এই বিয়ে হয়তো অন্যদের বিয়েকে আরো শক্তিশালী করবে। এটা কেবল একটা প্রতীকী বিয়ে। এটা কেবল একটা বস্তুর রোমান্টিক এবং যৌনতার বিষয়টিকে শ্রদ্ধা করা। এটা নি:স্বার্থভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছে এবং এর নিচ দিয়ে অবাধে নদীর পানি প্রবাহিত হচ্ছে।

No comments:

Post a Comment