এবার সোনায় মোড়ানো মোটরসাইকেল বাজারে এনেছে বিশ্বের প্রখ্যাত বাইক ব্র্যান্ড হার্লে ডেভিডসন। আর এ মোটরসাইকেলের দাম ৫কোটি ৩৩ লাখ টাকা।জানা গেছে, এটিই বিশ্বের সবচেয়ে দামি বাইক। জার্মানির হামবুর্গে চলতি মোটরসাইকেল এক্সপোতে এ বাইক প্রদর্শণ করা হচ্ছে। এটি তৈরি করেছে ডেনমার্কের মোটরসাইকেল নির্মাণ কোম্পানি।এর আগে হার্লে ডেভিডসনের সবচেয়ে সস্তা মোটরসাইকেল দিল্লি অটো এক্সপোয় প্রদর্শিত হয়েছিল। ৭৫০ সিসি ইঞ্জিনের ওই মোটরসাইকেলের দাম ছিল ৪লাখ ১০ হাজার টাকা।
No comments:
Post a Comment