আজব পৃথিবী

Monday, March 24, 2014

আরো বউ চান জিয়না!

মিয়ানমারের সীমানা ঘেষা ভারতের মিজোরাম রাজ্যের উঁচু পাহাড়ি গ্রামের বাস করে জিয়না চানা। ৬৭ বছর বয়সী জিয়না চানা মোট ৩৯ টি বিয়ে করেছেন। তবে এখানেই তিনি ক্ষান্ত হতে চান না । কেউ আগ্রহী হলে তিনি নাকি আরও কয়েকটি বিয়ে করতে একপায়ে খাড়া।১৭ বছর বয়েসে চানা প্রথম বিয়ে করেন। তার সে স্ত্রীর বয়স ছিল তখন তার চেয়ে ৩ বছর বেশি। সেই থেকেই এই গুরুর বিয়ের যাত্রা শুরু। দিনকে দিন যেন তার বিয়ের খায়েশ বেড়েই চলেছে। বিয়ের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে চানা বলেন- একটা সময় ছিল যখন আমি বছরে সর্বোচ্চ ১০টি পর্যন্ত বিয়ে করেছি। চানার ৩৯ জন স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছে ৯৪ জন ছেলেমেয়ে। ছেলেমেয়েদের ঘরে জন্ম নেয়া নাতি-নাতনীর সংখ্যা এরই মধ্যে দাঁড়িয়েছে ৩৩ জনে। অর্থাৎ ৬৭ বছর বয়সী চানার পরিবারের মোট সদস্য সংখ্যা এখন ১৬৭।

চানার নিজ গ্রামের চারতলা একটি দালানে ১০০টি রুমে বসবাস করছে পরিবারের সব সদস্য। আর তার স্ত্রীরা থাকেন চানার নিজ বেডরুমের পাশের একটি ডরমেটরিতে গাদাগাদি করে। তবে স্থানীয়রা জানান, সব সময় স্ত্রীদের অন্তত ৭-৮ জন তার চারপাশ ঘিরে থাকুক-চানার পছন্দ এমনটিই।১৬৭ সদস্যের বিশাল এ পরিবারের প্রতিদিনের খাবারের চাহিদা মেটাতে প্রয়োজন পড়ে কমপক্সে ৯১ কেজি চাল এবং ৫৯ কেজি আলু, যার অধিকাংশই যোগান দেয় পরিবারের সদস্যরা।

No comments:

Post a Comment