আজব পৃথিবী

Monday, March 24, 2014

অদৃশ্য টাওয়ার ইনফিনিটি

দক্ষিণ কোরিয়ার টাওয়ার ইনফিনিটি প্রায় ১ হাজার ৪৭৬ ফুট উচু এবং এমন প্রযুক্তিতে তৈরি করা হবে, যাতে করে এটি সহজে মানুষের চোখে ধরা না পড়ে।টাওয়ারটির সামনে একটি এলইডি প্রজেক্টর থাকবে এবং পেছনে থাকবে ক্যামেরা। টাওয়ারটির পেছনের ক্যামেরার সাহায্যে দৃশ্য এর সামনের এলইডি প্রজেক্টরে দেখানো হবে। ফলে দর্শকদের চোখে স্থাপনাটি সহজে ধরা পড়বে না।প্রধানত বিনোদনের জন্যই তৈরি করা হবে টাওয়ারটি। তৈরি করবেন যুক্তরাষ্ট্রভিত্তিক জিডিএস প্রকৌশলীরা। স্বচ্ছ কাচ দিয়ে তৈরি হবে সম্পূর্ণ টাওয়ারটি। প্রজেক্টর বন্ধ করে দিলে দর্শনার্থীরা টাওয়ারের প্রতিটি স্তর দেখতে পারবেন।

No comments:

Post a Comment