সুইজারল্যান্ডের গেলমারবান রেলপথ ইউরোপের সবচেয়ে খাড়া রেলপথ। এর উপর দিয়ে ছোট রেলগাড়ি সমুদ্রপৃষ্ঠের ৬ হাজার ফুট উপরে পর্যটকদের নিয়ে যায় আবার সেখান থেকে নিচে নামিয়ে আনে।২৪ জন যাত্রী ধারন করতে পারে এই রেলগাড়ি। নিচ থেকে উপরে যেতে কিংবা উপর থেকে নিচে নামতে এর মাত্র ১২ মিনিট সময় লাগে।সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এর যাত্রীদের জন্য নেই কোনো সিট বেল্ট। শুধু সামনে একটি লোহার হাতল আছে। বড় থেকে শিশু সব বয়সের মানুষের জন্যই উন্মুক্ত এই রেলগাড়ি।
No comments:
Post a Comment