আজব পৃথিবী

Tuesday, March 25, 2014

সবচেয়ে মোটা শিশু

সব মা-বাবাই চান, তাদের শিশুটি স্বাস্থ্যবান হোক। তাই সন্তানকে মোটাতাজা বানাতে গিয়ে তার খাওয়া-দাওয়ার ওপর কড়া নজর রাখেন তারা। কিন্তু তা করতে গিয়ে যদি শিশুকে মোটাই বানিয়ে ফেলা হয়, তখনই নেমে আসে বিপত্তি। তখন আবার শিশুকে স্লিম বানানোর জন্য গলদঘর্ম হয়ে উঠতে হয় বৈকি!ছবিতে এই ধুমধাড়াক্কা মোটা শিশুটির নাম সান্তিয়াগো মেন্দোজা। বয়স মাত্র আট মাস। কিন্তু এরই মধ্যে মেন্দোজার ওজন হয়ে গেছে সাড়ে ১৯ কেজির বেশি যা ছয় বছর বয়সী কোনো শিশুর সমান।

শিশুটির মা ইউনিসে ফান্দিনো মনে করতেন, শিশুর কান্না মানে ক্ষুধা। তাই তাকে প্রতিবারই খাওয়াতে বসে যেতেন। শেষ পর্যন্ত একটি দাতব্য সংস্থা মেন্দোজাকে উদ্ধার করে তার মায়ের সর্বনাশা খাওয়ানোর হাত থেকে। বোগোতার একটি হাসপাতালে মেন্দোজার চিকিৎসা চলছে এখন।অবশ্য মা নিজেই সাহায্য চেয়েছিলেন তাদের কাছে। মেন্দোজাকে এরই মধ্যে কলম্বিয়ার সবচেয়ে মোটা শিশু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শিশুর এ রকম অস্বাভাবিক স্থূলত্ব নিয়ে দিশেহারা মা চ্যারিটি হোমের শরণাপন্ন হলে তারা দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। এ রকম অস্বাভাবিক স্থূলতার কারণ কী হতে পারে_ জানার জন্য তারা মা ইউনিসে ফান্দিনোকে প্রশ্ন করলে তিনি তাকে অব্যাহতভাবে খাওয়ানোর কথা স্বীকার করেন।ফান্দিনো বলেন, 'ও যখনই কাঁদে, আমি মনে করি বাচ্চাটার ক্ষুধা পেয়েছে, তাই কাঁদছে। তাই বারবার খাওয়াতাম।' কিন্তু অতিরিক্ত খাওয়ানো যে শিশুকে স্বাস্থ্যগতভাবে ক্ষতির সম্মুখীন করতে পারে, তা তার জানা ছিল না।

No comments:

Post a Comment