বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র চীনের ইউনান প্রদেশে পৃথিবীর বৃহৎ পাথুরে বন সিলিন অবস্থিত। চীনের রাজধানী বেইজিং থেকে এর দূরত্ব ৮৫ কিলোমিটার। এ পাথুরে বনটি দেখতে অদ্ভুত সুন্দর ও চমৎকার। মূলত সিলিন একটি জাতীয় উদ্যান।এ উদ্যানে ছোট-বড় কিংবা মাঝারি আকারের পাথর রয়েছে।সিলিনের আয়তন ৩৫০ স্কয়ার মিটার। প্রাচীনকালে উইলো নামক একজন ভদ্রলোক পাথুরে বনটি তৈরি করেন। সিলিন বনটি তার একটি চমৎকার আবিষ্কার। যা বিভিন্ন রকমের পাথরে তৈরি।
পাথরগুলো দেখতে অবিকল গাছের মতো, দেখে যেন মনে হয় শাখা-প্রশাখা বিহীন পাথুরে বৃক্ষ। সিলিন সাতটি ভাগে বিভক্ত। আর বিভিন্ন ভাগে অর্থাৎ সাতটি ভাগে রয়েছে সাত রকমের পাথর।প্রথম ভাগে রয়েছে বেলে পাথর, দ্বিতীয় ভাগে রয়েছে ধূসর রঙের পাথর, তৃতীয় ভাগে রয়ছে লাল রঙের পাথর, চতুর্থ ভাগে খয়েরি রঙের পাথর ও পঞ্চম ভাগে রয়েছে সাদা রঙের পাথর ইত্যাদি নানা রঙের পাথর।
এসব কিছু দেখলে বুঝা যায় যে এর পিছনে কতটা শ্রম দিতে হয়েছে। সিলিন তৈরি করতে উইলোর সময় লেগেছিল ২৫ থেকে ৩০ বছর। অবিশ্বাস্য হলেও হাজার হাজার বছর ধরে এই পাথরগুলো একইভাবে অবিকল দাঁড়িয়ে আছে। পাথুরে বনটির ভিতরে রয়েছে অনেক ফুল ও ফল গাছ।এতে এর সৌন্দর্য আরও ফুটে উঠেছে।পর্যটনশিল্পের মাধ্যমে চীন লক্ষ লক্ষ অর্থ আয় করছে। পাথুরে বনটি সরকারের কাছে শুধু সৌন্দর্যের প্রতীকই নয়, জাতীয় সম্পদ হিসেবেও পরিচিত।
No comments:
Post a Comment