মাধুরী দীক্ষিত
মাধুরী লগ্নি করেছেন একটি অনলাইন ফিটনেস সংস্থায়। এই ফিটনেস সংস্থা থেকে অনলাইনে ব্যবহারকারী জেনে যাবেন, তার ফিটনেস লেভেল কেমন, কেমনভাবেই বা তা বাড়ানো যেতে পারে। 'গো-কি' নামে একটি পরিধানযোগ্য ফিটনেস শ্যুট-ও বানিয়েছে এই সংস্থা। এই অনলাইন কোম্পানির অংশীদারদের মধ্যে রয়েছেন সিলিকন ভ্যালির ব্যবসায়ী স্টিভ লুকজো (সিগেট সংস্থার চেয়ারম্যান), অমিত সিংহল (গুগুল-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), ম্যাইক ম্যাকনাম্রা (ফেলক্সট্রনিক্স-এর সিইও)। সংস্থাটির চিপ ম্যাডিক্যাল অফিসার হিসাবে রয়েছেন মাধুরীর চিকিত্সক স্বামী শ্রীরাম নেনে। যদিও স্বামী-স্ত্রীর কতটা শেয়ার আছে নিশ্চিত জানা যায়নি।
সালমান খান
একটি অনলাইন ট্রাভেল অপারেটর সংস্থার সঙ্গে জড়িত। একই সঙ্গে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডারও। সাত বছরের পুরনো এই সংস্থাটি নিজস্ব ক্ষেত্রে প্রথম সারিতেই রয়েছে। আর্থিক ক্ষেত্রে সংস্থাটিতে লগ্নি রয়েছে আমেরিকার 'ইন্টেল ক্যাপিটাল' আর 'নরওয়েস্ট ভেঞ্চার পার্টনারস' কোম্পানি। সংস্থার পাঁচ শতাংশ শেয়ার সালানের মালিকানাধীন। জানা গিয়েছে, সালমান নগদ অর্থে এ সংস্থায় লগ্নি করেননি, এনডোর্সমেন্টের মাধ্যমে ইকুয়িটি পেয়েছেন ।
করিশমা কাপুর
করিশমা কাপুর জড়িত একটি অনলাইন বেবি রেটেল স্টোরের সঙ্গে। সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনি। সম্প্রতি তিনি ঠিক করেছেন, সংস্থার শেয়ার যতটা বেশি সম্ভব নিজের কাছে রাখতে। শোনা যাচ্ছে, ওই অনলাইন ব্যবসার ২৬ শতাংশ করিশমার মালিকানাধীন ।
অজয় দেবগন
অজয়ের ব্যবসা একটি অনলাইন টিকিট বুকিং ওয়েবসাইটের সঙ্গে। এই মুহৃর্তে অনলাইন টিকিট বুকিংয়ে একটি সংস্থারই একচেটিয়া বাণিজ্য রয়েছে। অজয়ের সংস্থা সেটিকে কড়া প্রতিযোগিতায় ফেলতে চায়। সিনেমার পাশাপাশি অজয়ের লগ্নিকারী ওয়েবসাইট থেকে নাটক-কনসার্ট-খেলা সব কিচুরই টিকিট কেনা যাবে। যদিও তার শেয়ারের পরিমাণ ঠিক কত, জানা যায়নি।
শিল্পা শেঠি
স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে শুরু করেছেন অনলাইন প্রপার্টির ব্যবসা। ভারতীয় শহরগুলিতে কোথায় কেমন আবাসন প্রকল্প রয়েছে, বাড়ি কেনাবেটচার ট্রেন্ড কেমন, এসবেরই হদিস মিলবে শিল্পার ওয়েবসাইটে।
ঋত্বিক রোশন
দু'টি স্টার্টআপ সংস্থায় বিপুল লগ্নি করেছেন বলে শোনা যাচ্ছে৷ কিন্তু ঋত্বিক নিজে কিছু স্বীকার করেননি।
সানি লিওন
একটি অনলাইন অ্যাডাল্ট স্টোরের প্রচারমুখ হলেন সানি লিওন।২০১২ সালের ১ সেপ্টেম্বর এটি চালু হয়েছে। এখানে মেলে অন্তর্বাস এবং 'অ্যাডাল্ট টয়'।
সুজান-মালাইকা-বিপাশা বসু
এদের প্রত্যেকের আলাদা আলাদা কোম্পানি রয়েছে। কিন্তু প্রীতি সুখতাংকর তাদের অন্যভাবে যুক্ত করলেন ব্যবসার সঙ্গে। প্রীতির মারফতে এই তিনজনেই নিজেদের ব্যবসারে নিয়ে এলেন অনলাইন।
No comments:
Post a Comment