প্রথম দেখায় এটাকে ভিনগ্রহের এলিয়েন বলে মনে হতে পারে। কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এটা এক প্রকার সামুদ্রিক মাছ। যে একটি নয়, দুটি নয়, চারটি চোখের মালিক!জার্মানির এক বিজ্ঞানী মহাসাগরে প্রথম এই মাছের সন্ধান পান। এর নাম দেয়া হয়েছে গ্লাসেড ব্যারিলিয়ে। এরা সমুদ্রের ২৬০০ ফুট বা ৮০০ মিটার এবং ৩৩০০ ফুট বা ১০০০ মিটার গভীরতার মধ্যে চলাফেরা করে।অতিরিক্ত দুটি চোখ থাকার কারণে ওইসব মাছের দৃষ্টিসীমা ৩৬০ ডিগ্রি পর্যন্ত প্রসারিত হয়।
No comments:
Post a Comment