আজব পৃথিবী

Tuesday, March 25, 2014

সবচেয়ে পুরোনো হ্যান্ডব্যাগ

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের কোর্টাউল্ড গ্যালারির এক প্রদর্শনীতে ১৪ শতকের একটি হ্যান্ডব্যাগ স্থান পেয়েছে। পিতলের তৈরি সোনা-রুপা-খচিত নারীর এই ব্যবহার্যটি বিশ্বের সবচেয়ে প্রাচীন হ্যান্ডব্যাগ বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের বরাতে গতকাল শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, উত্তর ইরাকের মসুল শহরে ১৪ শতকে এ হ্যান্ডব্যাগটি তৈরি হয়েছে।হ্যান্ডব্যাগটির বেশিরভাগ অলঙ্করণে মুসলিম সংস্কৃতির ঐতিহ্য রয়েছে।১৪ শতকে উত্তর ইরাকের মসুল শহরে তৈরি প্রাচীন হ্যান্ডব্যাগ।তবে কারিগরেরা ব্যাগটির একটি অংশে তত্কালীন নয়া মঙ্গল শাসকদের ছাপ রেখেছেন। খানিকটা ক্ষয়ে যাওয়া একটি নকশায় দেখা যায়, দুজন নারী-পুরুষ মঞ্চে বসে আছেন। তাঁদের পরনে মঙ্গলীয় পোশাক, মাথায় পালকের টুপি। তাঁদের চারপাশে ঘিরে রয়েছেন রাজপারিষদবৃন্দসহ অনেকে। এ ছাড়া দূরে বায়ে একজন বাজপাখি-পালক এবং দূরে ডানে একজন বাদ্যবাদক ও ছাতাবাহক রয়েছেন।

No comments:

Post a Comment