আজব পৃথিবী

Thursday, March 27, 2014

ছাগলের পেটে গরুর বাচ্চা !

কুতুবদিয়ায় গরুর বাচ্চা (বাছুর) প্রসব করেছে একটি ছাগল। অলৌকিক এ ঘটনাটি সোমবার উপজেলার উত্তর ধুরুং কালার মার মসজিদ পাড়ায় আ. মালেক মাঝির বাড়িতে ঘটে।প্রত্যক্ষদর্শী ও সরেজমিন গিয়ে জানা গেছে, ঐতিহাসিক কালারমার মসজিদের পিছনে আ. মালেক মাঝির বাড়ির লাল রংয়ের একটি ছাগল প্রাকৃতিক নিয়মে গাভীন হয়ে পাঁচমাস পর সোমবার সকাল ১০টায় দু’টি বাচ্চা প্রসব করে। প্রথম বাচ্চাটি গরুর ছানা এবং পরের বাচ্চাটি ছাগল ছানা। গরুর বাচ্চাটি ছাগলের বাচ্চাটির চেয়ে ৪ ইঞ্চি উঁচু এবং লম্বা বেশি। ছাগল ছানাটি বেচেঁ থাকলেও গরুর ছানাটি আড়াই ঘণ্টা পর মারা যায়।বাড়ির মালিক আ. মালেক মাঝি বলেন, স্বাভাবিক নিয়মেই ছাগলটি গর্ভধারণ করেছিল ও সোমবার বাচ্চা প্রসব করে।  এ ঘটনায় তিনি মহান সৃষ্টি কর্তার লীলা বলে উল্লেখ করেন।

No comments:

Post a Comment