আজব পৃথিবী

Saturday, March 22, 2014

প্রেম কি কোন বাধা মানে?

বৃটেনের সবচেয়ে মেদবহুল ব্যক্তি হিসেবে এরই মধ্যে খেতাব জিতেছেন ব্যারি অস্টিন। তার ওজন প্রায় ৪১৩ কিলোগ্রাম বা ৯১০ পাউন্ড।কিন্তু, ভালবাসা কবে হার মেনেছে চেহারার কাছে। ওজন খুব বেশি হলেই যে, কারও প্রতি মনের গভীরে জন্ম নেয়া ভালবাসার বহিঃপ্রকাশ ঘটানো যাবে না, ব্যাপারটা তো এমন নয়।আর তাই অস্টিন ১৩ বছর আগে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ছোট্ট বেলায় ভাল লেগে যাওয়া ডেবি কিরবিকে। কিন্তু, অস্টিনের সে প্রস্তাব তখন ফিরিয়ে দিয়েছিলেন তরুণী ডেবি।

অস্টিনের চেয়ে ১২৭ কিলোগ্রাম বা ২৮০ পাউন্ড কম ওজন তার। সন্তানদের নিয়ে সবাই ঠাট্টা-মস্করা করবে বলে, অস্টিনের বিয়ের প্রস্তাবটি মেনে নিতে পারেননি সেবার। ১৩ বছর অনেক ভেবে শেষে ডেবি সিদ্ধান্ত নিয়েছেন, অস্টিনকেই বিয়ে করবেন।এজন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন তিনি। আকর্ষণীয় ব্যক্তিত্ব ও সততার জন্য অস্টিনকে পছন্দ করেন ডেবি। দু’পক্ষের সম্মতিতে এবার প্রেম শুভ পরিণয়ের পথে এগোচ্ছে। আর সবাই আশা করছেন, এ জুটি যাতে এক সঙ্গে তাদের বাকি জীবনটা কাটাতে পারেন।

No comments:

Post a Comment