ভারতের হরিয়ানা রাজ্যের এক হাসপাতালে এক অদ্ভূত কন্যাশিশুর জন্ম হয়েছে।সাত পাউন্ড ওজনের নবজাতকের মাথা, গলা এবং মেরুদণ্ড দুটি। কিন্তু তার শরীর একটি। রাজ্যের সনিপাত হাসপাতালে উর্মিলা শর্মা নামের ২৮ বছরের এক প্রসূতি এ শিশুর জন্ম দেন।দুই মাথাওয়ালা শিশুটিকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক এবং তার বেঁচে থাকার বিষয়ে চিকিৎসকদের সন্দেহ রয়েছে।আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বাচ্চা গর্ভে থাকা অবস্থায় তার পক্ষে আলট্রাসনো করা সম্ভব হয়নি। ফলে সে এ অদ্ভূত বাচ্চাটি সম্পর্কে উর্মিলার পক্ষে আগেভাগে জানা সম্ভব হয়নি। হাসপাতালের চিকিৎসক ড. শিক্ষা মালিকের সহায়তায় শিশুটির জন্ম হয়। তিনি বলেন,‘ শিশুটির পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। আমরা তাদের সাধ্যমত সহায়তা করছি।’
উর্মিলা এবং তার স্বামী সুভাষের আরো একটি মেয়ে আছে। অর্থের অভাবে উর্মিলার পক্ষে গর্ভাবস্থায় আলট্রাসনো করা সম্ভব হয়নি। এ সম্পর্কে ড. মালিক বলেন,‘মাত্র দু সপ্তাহ আগে আমরা ওর গর্ভের বাচ্চার আলট্রোসনো করাই। তখনই জানতে পারি ও একটি সংযুক্ত জমজের মা হতে চলেছে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তাই আমাদের পক্ষে বেশি কিছু করা সম্ভব হয়নি।এখন আমরা ওকে বাঁচিয়ে রাখার জন্য সাধ্যমত চেষ্টা চালাচ্ছি।’একটি জটিল এবং অস্বাভাবিক দেহকাঠমোর অধিকারী এসব সংযুক্ত জমজকে আলাদা করাটা অত্যন্ত কঠিন। তাছাড়া এসব শিশুদের বেঁচে থাকার সম্ভাবনাও কম থাকে। এখন উর্মিলার বাচ্চার কি পরিণতি হয় সেটাই দেখার অপেক্ষা।
No comments:
Post a Comment