আজব পৃথিবী

Tuesday, March 25, 2014

ক্যাপিলানো সাসপেনসন

কানাডার ক্যাপিলানো নদীর কাছে ঘন সবুজের গহিনে ক্যাপিলানো সাসপেনসন সেতুটি তৈরি হয়েছে ১৮৮৯ সালে। চির সবুজে ঘেরা সরু সেতুর ওপর হাঁটার সময় মনে হবে অজানার উদ্দেশে যাত্রা শুরু হয়েছে বুঝি। ২৩০ ফুট উচ্চতার ব্রিজটি ৪৫০ ফুট লম্বা। দুর্বল চিত্তের অনেকেই সেতুটি এড়িয়ে চলেন।

No comments:

Post a Comment