আজব পৃথিবী

Friday, March 21, 2014

অলৌকিকভাবে শিশুর জন্ম!

অলৌকিকভাবে হতভাগ্য শিশুটির জন্ম হলো। জন্মের আগেই মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় শিশুটি হারিয়েছে পিতামাতাকে। গত বুধবার মোটরসাইকেলে চড়ে হাসপাতালে যাওয়ার পথে একটি ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা মা ওয়্যাং ঝাউ এবং পিতা মাও নিহত হন। ট্রাকের প্রচণ্ড ধাক্কায় অলৌকিকভাবে শিশুটি মায়ের পেট থেকে বের হয়ে ৩ মিটার দূরে গিয়ে আছড়ে পড়ে পৃথিবীর প্রথম আলোর মুখ দেখে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে নবজাতকটিকে। চীনে ঘটেছে এ ঘটনা। হাইক্যাং হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ফ্যাং মেই বলেছেন, ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় নবজাতকটি বেঁচে যাওয়ার ঘটনা অলৌকিক। সদ্যোজাত শিশুটির ওজন ৪ দশমিক ২ কেজি। মাথা, পিঠ, পা ও হাতে প্রচণ্ড আঘাত পেয়েছে শিশুটি। মস্তিষ্কে কিছুটা রক্তক্ষরণও হয়েছে। শিশুটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও পরিচর্যায় রাখা হয়েছে।  -পিটিআই।

No comments:

Post a Comment